অনুবাদ কবিতা - ইন্দ্রানী সরকার

অনুবাদ কবিতা
ইন্দ্রানী সরকার


সন্ধ্যাতারার গান
(টমাস ক্যাম্পবেল )

যে তারা মৌমাছিকে ঘরে ফিরিয়ে আনে
ক্লান্ত শ্রমিককে কাজ থেকে মুক্তি দেয় ,
যদি কোনো তারা স্বর্গ থেকে শান্তি ঝরায় সে "তুমি |"
স্বর্গের নিঃশাস আর ভ্রূকুটি তখন সেই
আমাদের প্রিয় তারাটির মত সুমিষ্ট দেখায় |
যখন মাটির ঘ্রাণ আকাশ ছুয়ে নেয়,
যখন দূর থেকে গবাদি পশুদের আওয়াজ শোনা যায়,
কর্মশেষে ঘরে ফেরা শ্রমিকদের কুটীর থেকে
কুন্ডলীকৃত ধোঁয়া সূর্যের আলোয় হলুদ হয়ে যায়
ওগো তারকা, তুমি প্রেমিক অন্তরের মিলনক্ষণ,
পরস্পর থেকে বিছিন্ন প্রেমিকদের সান্ত্বনা,
তাদের চমত্কৃত শপথের স্মরণকারী
তোমাকে হৃদয় থেকে বিছিন্ন করা অসম্ভব!!

Song to the Evening Star
Thomas Campbell


Star that bringest home the bee,
And sett'st the weary labourer free!
If any star shed peace, 'tis thou,
That send'st it from above,
Appearing when Heaven's breath and brow
Are sweet as hers we love.
Come to the luxuriant skies
Whilst the landscape's odours rise,
Whilst far-off lowing herds are heard,
And songs, when toil is done,
From cottages whose smoke unstirred
Curls yellow in the sun.
Star of lover's soft interviews,
Parted lovers on thee muse;
Their remembrancer in heaven
Of thrilling vows thou art,
Too delicious to be riven
By absence from the heart.


3 মতামত:

  1. মন ছুঁয়ে গ্যালো.. শব্দ চয়ন দুরন্ত.. কবিতার আকর্ষণ এখানেই....

    উত্তরমুছুন
  2. মূল কবিতার স্বাদ ধরে রাখার জন্য অনুবাদিকাকে ধন্যবাদ ।

    উত্তরমুছুন