সম্পাদকীয় - ১ম বর্ষ ৩য় সংখ্যা

সম্পাদকীয়



চারপাশ আলোঝলমল, রাস্তার দুধারে সব বাড়ির গা বেয়ে নেমে আসছে আলোর ঝর্ণা, বিকেল হলেই শহরের রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে জ্যাম, বাসের জানলা থেকে মুখ বাড়িয়ে ক্লান্ত যাত্রী তবুও দেখে নিচ্ছে, প্যান্ডেলের ভিতরের দেবীমূর্তি রোদের যেমন তাপ, হটাৎ বৃষ্টিতে তা একটুও কমার নাম নেই---জানান দিচ্ছে , শহরের বুকে পূজো এল। আর তার সাথে সাথে এল চিলেকোঠার পূজোসংখ্যা।

হ্যাঁ, বন্ধুরা,

পূজোর গন্ধ নিয়ে আবার আমাদের অনলাইন ম্যাগাজিনটি প্রকাশ পেল, অজস্র সদস্যদের লেখা, ফটো, রন্ধন-প্রণালী, প্রবন্ধ, ও সদস্যদের সন্তানের লেখা নিয়ে।

আমরা পূজোসংখ্যাটি সাজিয়েছি, প্রবন্ধ, বিশেষ রচনা, পুরাতত্ব মুলক লেখা, জীবনীমূলক সাহিত্য, গল্প, কবিতা, মহাভারতের কথা , ছোটদের পাতা ও রান্নাঘর দিয়ে, যা পড়ে আশা করব আপনারা প্রত্যেকবারের মতই তৃপ্ত হবেন।

আমরা জানি, আপনারা সাগ্রহে পড়বেন, ও নিজেদের মতামত দিয়ে আমাদের এই পত্রিকাটির চলার পথ আরও সুগম করে তুলবেন--

পূজো খুব ভাল কাটুক আপনাদের, আনন্দে কাটুক, সবাইকে ভাল রাখুন, ভাল থাকুন।



নমস্কারান্তে,
চিলেকোঠার সম্পাদক মন্ডলী



1 মতামত:

  1. আমার লেখা এতে প্রকাশিত হয়েছে তাই একে ভালো বলছি তা নয়, এটি সত্যিই একটি দুর্দান্ত মঞ্চ হয়ে উঠছে নানান লেখা, কবিতা, ফটো, ছোটদের বিভাগ আরও অনেক কিছু নিয়ে।

    উত্তরমুছুন