কবিতা - সুমন কুমার সাহু


রোদ্দুর ভাঙ্গা ঘরে
সুমন কুমার সাহু

পথের পাঁচালী,আবহমান  
জীবন কথার পরে
হৃদয়ের অলিগলি, গেয়ে যায় গান
চোখের বালি মিশে

কাশফুল ওই দোলায় মাথা
নাড়ায়, শিশির ভেজা পথ
পানসি মেঘের ছোট্ট ভেলা
জাগায়, দূর দিগন্তের খোঁজ  

সর্বজয়া, মায়ের আশিষ
রোদ্দুর ভাঙ্গা ঘরে
স্বপ্ন-ছোঁয়া, ধানের শিষ 
জীবন ক্ষেতের প্রান্তরে

সব যায় রেলপথ ধরে
আনন্দ বিহ্বলে, একটু ছুঁতে চাওয়া
কান্না হাসির মায়াজাল সংসারে
ক্ষুধার্ত কঠোরে, নব্বান্নের হাওয়া  

তবুও, অপু দুর্গার হাত  
শক্ত মুঠিতে ধরা
দৃঢ় প্রত্যয়, তোমার আমার
বাঁচার মত বাঁচা।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন