গৃহবন্দী ইচ্ছে
দেবাশিষ সেন
ইচ্ছে যখন পথের ধূলো-
উড়ো মেঘে শিমুল তুলো
আলগোছে হয় এলোমেলো,
বেপরোয়া বেসামাল ঝড়ে
এদিক সেদিক ওড়ে,
মন তখন গৃহবন্দী
কড়িকাঠ গোনে, আঁটে ফন্দি,
একফালি রোদ জানালায় আসে
ঘরের মেঝেয় মুচকি হাসে।
ইচ্ছে যখন রঙের মেলা-
ইকিড়-মিকিড় খেলা
নিঝুম রাতের বেলা,
চাঁদ ডাকে ইশারায়
ছেলেবেলা গল্প শোনায়,
রূপকথার সেই রাজারকুমার
পক্ষীরাজে হত সওয়ার,
বাইরে তখন ঝিঁঝিঁর ডাক
ঢুলুঢুলু স্বপ্নেই চিচিং ফাঁক।
ইচ্ছে যখন স্বপ্নের গুঁড়ো-
আলতো সে যৌবন উড়ো
মন এক বাউন্ডুলে ছুঁড়ো,
পিরিতি জ্বালায় জ্বলিয়ে বুক
দিনে উন্মাদ, রাতে উন্মুখ,
ডাগর চোখের শ্যামলা মেয়ে
আড় চোখেই দেখেছি চেয়ে,
কালের যাঁতাকলে ভাঙ্গা কুলো
ইচ্ছে আজ পথের ধূলো ।।
দেবাশিষ সেন
ইচ্ছে যখন পথের ধূলো-
উড়ো মেঘে শিমুল তুলো
আলগোছে হয় এলোমেলো,
বেপরোয়া বেসামাল ঝড়ে
এদিক সেদিক ওড়ে,
মন তখন গৃহবন্দী
কড়িকাঠ গোনে, আঁটে ফন্দি,
একফালি রোদ জানালায় আসে
ঘরের মেঝেয় মুচকি হাসে।
ইচ্ছে যখন রঙের মেলা-
ইকিড়-মিকিড় খেলা
নিঝুম রাতের বেলা,
চাঁদ ডাকে ইশারায়
ছেলেবেলা গল্প শোনায়,
রূপকথার সেই রাজারকুমার
পক্ষীরাজে হত সওয়ার,
বাইরে তখন ঝিঁঝিঁর ডাক
ঢুলুঢুলু স্বপ্নেই চিচিং ফাঁক।
ইচ্ছে যখন স্বপ্নের গুঁড়ো-
আলতো সে যৌবন উড়ো
মন এক বাউন্ডুলে ছুঁড়ো,
পিরিতি জ্বালায় জ্বলিয়ে বুক
দিনে উন্মাদ, রাতে উন্মুখ,
ডাগর চোখের শ্যামলা মেয়ে
আড় চোখেই দেখেছি চেয়ে,
কালের যাঁতাকলে ভাঙ্গা কুলো
ইচ্ছে আজ পথের ধূলো ।।
দেবাশিষ সেন এর কবিতায় একটা আলাদা আকর্ষণ থাকে বলেই তাঁর কবিতা সহজেই পাঠকের প্রিয়তালাভে সক্ষম ।
উত্তরমুছুনধন্যবাদ শেখরদা, এর পেছনে আপনার ও অবদান কম না, আপনার উৎসাহ আমাকে কতটা উদ্বুদ্ধ করছে তা কেবল আমিই জানি, আপানাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার কাছে নেই।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনদেবাশিস সেনের 'গৃহবন্দী ইচ্ছে' পড়ে খুব ভাল লাগল। মনে মনে তাঁর ইচ্ছেঘোড়ার পক্ষীরাজে সওয়ার হতে ইচ্ছে জাগে ! ভারী সুন্দর কাব্যময়তা।
উত্তরমুছুনকবিতাটি স্পর্শ করে গেল বেশ । ১৬/১০/২০১৩
দেবাশিস দা, আপনার ভালোলাগা আর আপনার প্রশংসা আমার কাছে এক বিশাল প্রাপ্তি, আমি আপ্লুত। আশীর্বাদ করবেন দাদা।
মুছুন