দাও বিদায়
সৌভিক দে
কাটিয়েছি বহু সময়,
হাতটি ধরে তোমার,
কখনো সাগর পাড়ে,
কখনো বা পাহাড়,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
চলেছে ঘড়ির কাঁটা,
আলো-আধাঁর খেলা,
দিন-রাতের সাথে,
গোপন যৌন লীলা,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
কখনো বা বৈঠকখানা বাজার,
কখনো স্টিফেন কোর্ট,
দৌড়েছি পিজি-মেডিকেল,
জ্বলন্ত দাবানল,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
কোথাও পার্ক স্ট্রীটের পথ,
বারাসাতের আর্ত্মনাদ,
মেতেছে পুরুষ-নারীর খেলা,
লাল রঙে মিশে,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
সেদিন ধর্মতলা ঘুরে,
নন্দন চত্বরে,
তোমায় জাপটে ধরে,
গভীর চুম্বন,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
সাদা পাতার মাঝে,
রং তুলির খেলা,
তোমার চোখ দুটি,
ছবি হয়ে থাকা,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
তোমার নয়ন মাঝে,
স্বপ্নে মালা গাঁথা,
মাটির ঘরখানি,
বেজেছে একাতারা,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
তুমি নববধূ রূপে,
দাঁড়িয়েছ এসে কাছে,
হালকা মৃদু হাসি,
দৃপ্ত চাঊনি,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
বছর ঘুরে বছর,
হারানো দেওয়াল ঘড়ি,
তোমার চোখের জলে,
আমার সবটাই ফাঁকি,
তুমি খুব ভাল, আমি খারাপ,
তাই দাও বিদায়।।
কাটিয়েছি বহু সময়,
হাতটি ধরে তোমার,
কখনো সাগর পাড়ে,
কখনো বা পাহাড়,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
চলেছে ঘড়ির কাঁটা,
আলো-আধাঁর খেলা,
দিন-রাতের সাথে,
গোপন যৌন লীলা,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
কখনো বা বৈঠকখানা বাজার,
কখনো স্টিফেন কোর্ট,
দৌড়েছি পিজি-মেডিকেল,
জ্বলন্ত দাবানল,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
কোথাও পার্ক স্ট্রীটের পথ,
বারাসাতের আর্ত্মনাদ,
মেতেছে পুরুষ-নারীর খেলা,
লাল রঙে মিশে,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
সেদিন ধর্মতলা ঘুরে,
নন্দন চত্বরে,
তোমায় জাপটে ধরে,
গভীর চুম্বন,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
সাদা পাতার মাঝে,
রং তুলির খেলা,
তোমার চোখ দুটি,
ছবি হয়ে থাকা,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
তোমার নয়ন মাঝে,
স্বপ্নে মালা গাঁথা,
মাটির ঘরখানি,
বেজেছে একাতারা,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
তুমি নববধূ রূপে,
দাঁড়িয়েছ এসে কাছে,
হালকা মৃদু হাসি,
দৃপ্ত চাঊনি,
তবু পাইনি খুঁজে আমায়,
তাই দাও বিদায়।।
বছর ঘুরে বছর,
হারানো দেওয়াল ঘড়ি,
তোমার চোখের জলে,
আমার সবটাই ফাঁকি,
তুমি খুব ভাল, আমি খারাপ,
তাই দাও বিদায়।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন