কবিতা - সৈকত ঘোষ


পঞ্চম তরঙ্গ
সৈকত ঘোষ
                     
১.

বিশ্বাস অনেকটা প্রোগ্রেস রিপোর্টের মত 
অ্যাবসলিউট ভ্যালু পেতে শূন্য থেকে ইনফিনিটি 
পরিভ্রমন চলে, চায়ের কাপে পূর্ব পাঠের পুনরালোচনা...

স্বপ্নের মধ্যে একটা জার্মান তরুণীকে দেখে আঁতকে উঠলাম 
তার শরীরে কিলবিল করছে লম্বা বেটে একদল ছায়া 
হাফটাইম এর পর জাপানি তেলে জ্যান্ত হলো 
হারবেরিয়াম সীট


২.

কথিত আছে মেঘ থেকে পুরান সৃষ্টি হয়েছে 
যতটা "রা" ততটা "সা" ব্রেকডাউন হোমোজিনাইজেশান 
ইতিহাস ঘাটলে শরীর নির্মান আরো স্পষ্ট হয় 
দেখতে দেখতে মেঘ গড়িয়ে পড়ে, বালিকা বয়স 
অতিক্রম করে উপত্যকায় কোমলগান্ধার 
বিভাজিকা...

ছায়াপথ ধরে হাটতে থাকলে আরব্য রজনী উথাল পাথাল
চুম্বক চাহুনি মিশে সবুজ ধানক্ষেত বীজ তলার গন্ধ 
বালিকা শরীরে যোনি গন্ধ হয়ে যায় 
কফিন ভেঙে বেরিয়ে আসে পৌরুষ

ষোলো বছর বয়সী মেয়ের বুকে হাত রেখেছো কখনো !


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন