মানে না বারণ
অনুপম দাশশর্মা
বেলাশেষের রোদ্দুর সিঁদুর পড়ায় সবুজের সিঁথিতে
হিসেব কষেনা ক'ফোঁটা আহ্লাদের বাষ্প উন্নাসিক সৃষ্টিতে
গেঁথে দেয় জয়যাত্রার সুখচন্দন
অস্তিত্বের যাবতীয় সংশয় ঠেলে নিজের স্বচ্ছলধারায়
বিপননের নাগাল ছাড়িয়ে সেই তার
পরম ইচ্ছানদ যেখানে তরঙ্গমালায় শত শত ঢেউ
আছড়ে পড়ে অমূল্য অনুভূতিতে,
শিউলির বোঁটায় সান্ধ্যভ্রমণে বোধদত্তার প্রাণেমনে।
এভাবেই অতলের অদৃশ্য রত্ন ছেঁচে নানান সুক্তি
আসে প্রতিদিনের মঙ্গলচেতনায় যা ছড়িয়ে পড়ে
হতাশামোছা শুভঙ্কর দেয়ালে,
যদি নাই পড়ে উদার নজরের সামান্য ছায়া
প্রকৃতি কি পারবে ফোটন কণায় অন্ধগ্রাসের ছায়া ফেলতে...
বাধ্যবাধকতা নয়,
অযাচিত বিস্ফোরনে জাতিকা হাসবেই হাসবে। দেখো !
একটি অপূর্ব কবিতা ।
উত্তরমুছুন