আগমনী
শ্যামল রায়চৌধুরি
কাশ ফুলেতে দুলিয়ে মাথা
মৃদু মন্দ বায় ,
শিশির ভেজা শিউলি ভোরে
শরত মেঘের ভেলায় ...
আগমনীর গন্ধ বাতাস
মনে উতল হাওয়া ,
আসছে আবার সেই কটা দিন
আপন করে পাওয়া...
বাজার গরম রঙিন আলো
হরেক রকম শাড়ী ,
বৈভবের ঝলকানিতে
হয়তো বাড়াবাড়ি ।
রেখো সবে একমুঠো তায়
সেই ছেলেটির তরে ,
নদীর ডেঊয়ে সব গিয়েছে
কোন মোহানার তীরে ...
মা আসছেন উদ্বেল মন
নতুন জুতোর গন্ধ ,
বাঁচিয়ে রেখো তোমার বাজেট
খরচা ভালো মন্দ ,
জীবনটা ঠিক চলেই যাবে
চালিয়ে নিতে শিখো ,
যখন যেমন তখন তেমন
সেই আলোতেই দেখো ...
দিও মাগো শুদ্ধ ভক্তি
ঘুচিয়ে হানাহানি
সবাই যেন সবার কাজে
এই কথাটাই মানি ...।।
কাশ ফুলেতে দুলিয়ে মাথা
মৃদু মন্দ বায় ,
শিশির ভেজা শিউলি ভোরে
শরত মেঘের ভেলায় ...
আগমনীর গন্ধ বাতাস
মনে উতল হাওয়া ,
আসছে আবার সেই কটা দিন
আপন করে পাওয়া...
বাজার গরম রঙিন আলো
হরেক রকম শাড়ী ,
বৈভবের ঝলকানিতে
হয়তো বাড়াবাড়ি ।
রেখো সবে একমুঠো তায়
সেই ছেলেটির তরে ,
নদীর ডেঊয়ে সব গিয়েছে
কোন মোহানার তীরে ...
মা আসছেন উদ্বেল মন
নতুন জুতোর গন্ধ ,
বাঁচিয়ে রেখো তোমার বাজেট
খরচা ভালো মন্দ ,
জীবনটা ঠিক চলেই যাবে
চালিয়ে নিতে শিখো ,
যখন যেমন তখন তেমন
সেই আলোতেই দেখো ...
দিও মাগো শুদ্ধ ভক্তি
ঘুচিয়ে হানাহানি
সবাই যেন সবার কাজে
এই কথাটাই মানি ...।।
শারদ সংখ্যায় এমন কবিতা পড়ে মন ভালো হয়ে যায়।
উত্তরমুছুন