কবিতা - শ্যামল রায়চৌধুরি

আগমনী
শ্যামল রায়চৌধুরি


কাশ ফুলেতে দুলিয়ে মাথা
মৃদু মন্দ বায় ,
শিশির ভেজা শিউলি ভোরে
শরত মেঘের ভেলায় ...

আগমনীর গন্ধ বাতাস
মনে উতল হাওয়া ,
আসছে আবার সেই কটা দিন
আপন করে পাওয়া...

বাজার গরম রঙিন আলো
হরেক রকম শাড়ী ,
বৈভবের ঝলকানিতে
হয়তো বাড়াবাড়ি ।

রেখো সবে একমুঠো তায়
সেই ছেলেটির তরে ,
নদীর ডেঊয়ে সব গিয়েছে
কোন মোহানার তীরে ...

মা আসছেন উদ্বেল মন
নতুন জুতোর গন্ধ ,
বাঁচিয়ে রেখো তোমার বাজেট
খরচা ভালো মন্দ ,

জীবনটা ঠিক চলেই যাবে
চালিয়ে নিতে শিখো ,
যখন যেমন তখন তেমন
সেই আলোতেই দেখো ...

দিও মাগো শুদ্ধ ভক্তি
ঘুচিয়ে হানাহানি
সবাই যেন সবার কাজে
এই কথাটাই মানি ...।।


1 মতামত: