জীবন রঙ্গীন কাঁচ
ইন্দিরা দাশ
চলো ক্যালিডোস্কোপ‘টা ভরে জীবনটা দেখে নিই একবার
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার!
কবে যেন স্কুল কেটে...বাবার পকেট ছেঁটে
মেট্রো গড়ের মাঠ ঘুরেছি যে খুব
কবে যেন কচি প্রেম...কোনও এক কালো মেম
মন নিয়ে ধোঁকা দিয়ে মারলো সে ডুব!
শৈশব-কৈশোর ...যৌবন হুল্লোর
লাল-নীল ভালবাসা ...হতাশার
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার !
বেকারীর জারিজুরি ...বস এর বিকট ভুঁড়ি
ক্যারিয়ার মই বেয়ে ঝুলেছি বেদম
ছেলেপুলে ক্যাঁচম্যাচ ...বোর্ড এর কোন ব্যাচ
থ্রি-বেডরুম ফ্ল্যাট খুঁজেছি কি কম ?
গিন্নির নেকলেস ...জামাইয়ের ব্রিফকেস
প্রভিডেন্ট ...পেনশন ...সংসার
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার !
ঘড়ি কাঁটা ধরে ধরে ...অল্প একটু করে
অদ্ভুত যন্ত্রটা যখনই নাড়াই
সবুজের কাঁচা মন...মেরুন প্রৌঢ় ক্ষণ
পরপর মিলেমিশে মজা হে মজাই !
তিনসিঁড়ি রোদ এলে ...হয়ত বা যাবো ফেলে
আজকের এতো কিছু 'দরকার' –
ততদিন
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার !
চলো ক্যালিডোস্কোপ‘টা ভরে জীবনটা দেখে নিই একবার।
(কাব্যগ্রন্থ অন্ধকারে ঝিনুকের দল থেকে)
চলো ক্যালিডোস্কোপ‘টা ভরে জীবনটা দেখে নিই একবার
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার!
কবে যেন স্কুল কেটে...বাবার পকেট ছেঁটে
মেট্রো গড়ের মাঠ ঘুরেছি যে খুব
কবে যেন কচি প্রেম...কোনও এক কালো মেম
মন নিয়ে ধোঁকা দিয়ে মারলো সে ডুব!
শৈশব-কৈশোর ...যৌবন হুল্লোর
লাল-নীল ভালবাসা ...হতাশার
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার !
বেকারীর জারিজুরি ...বস এর বিকট ভুঁড়ি
ক্যারিয়ার মই বেয়ে ঝুলেছি বেদম
ছেলেপুলে ক্যাঁচম্যাচ ...বোর্ড এর কোন ব্যাচ
থ্রি-বেডরুম ফ্ল্যাট খুঁজেছি কি কম ?
গিন্নির নেকলেস ...জামাইয়ের ব্রিফকেস
প্রভিডেন্ট ...পেনশন ...সংসার
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার !
ঘড়ি কাঁটা ধরে ধরে ...অল্প একটু করে
অদ্ভুত যন্ত্রটা যখনই নাড়াই
সবুজের কাঁচা মন...মেরুন প্রৌঢ় ক্ষণ
পরপর মিলেমিশে মজা হে মজাই !
তিনসিঁড়ি রোদ এলে ...হয়ত বা যাবো ফেলে
আজকের এতো কিছু 'দরকার' –
ততদিন
টুকরো টুকরো কাঁচে...কত ছবি ধরা আছে
সময়ের কত রং দেখবার !
চলো ক্যালিডোস্কোপ‘টা ভরে জীবনটা দেখে নিই একবার।
(কাব্যগ্রন্থ অন্ধকারে ঝিনুকের দল থেকে)
নিজের সময় ধরতে গিয়ে কবি লেখেণ, " ঘড়ি কাঁটা ধরে ধরে ...অল্প একটু করে
উত্তরমুছুনঅদ্ভুত যন্ত্রটা যখনই নাড়াই
সবুজের কাঁচা মন...মেরুন প্রৌঢ় ক্ষণ
পরপর মিলেমিশে মজা হে মজাই !
তিনসিঁড়ি রোদ এলে ...হয়ত বা যাবো ফেলে
আজকের এতো কিছু 'দরকার' – "...আজকের ঝুকি-সমাজে মানুষ বড় বেশি প্রশ্নবিহীন ।কারন সে জানে কেউ কোন উত্তর দেবে না । ভালো লাগলো ।
ইন্দিরা দাশের 'জীবন রঙ্গীন কাচ ' কবিতাটির গূঢ় ব্যঞ্জনা খুব তাৎপর্যবাহী !
উত্তরমুছুনএকটি স্তবক বড়ো মর্মস্পর্শী ~
"তিনসিঁড়ি রোদ এলে ...হয়ত বা যাবো ফেলে
আজকের এতো কিছু 'দরকার' – " !
এই স্তবকটি সব কথা বলে দিয়ে যায়,সায়াহ্নের কালের । ভারী সুন্দর লেখা ।
ইন্দিরা দাসের সব কবিতা পড়ি, বোঝার চেষ্টা করি, এক মানুষের মধ্যে কত প্রতিভা থাকতে পারে উনি তার জাজ্বল্যমান নিদর্শন।
উত্তরমুছুনজীবনের রঙ্গীন কাঁচ দিয়ে ছোট থেকে বড় হওয়ার যে পথ টুকু ওনার লেখার মধ্যে দিয়ে অতিক্রম করে এলাম, সেটুকু মন কে শীতল করল।