কবিতা - দেবাশিষ মিত্র

হারান মন
দেবাশিষ মিত্র



চলেছি অনন্তকাল ধরে।।
সময় কে না জানিয়ে...
না পাবার অব্যক্ত যন্ত্রণা নিয়ে...
হারিয়ে যাওয়া সৃষ্টিশীল মনটা নিয়ে...
চলে গেছ তুমি দুমড়িয়ে, মুচড়িয়ে...
মুড়ি খাওয়া ঠোঙার মত করে...
গোলাপের কাঁটার আঘাতে রক্ত ঝরিয়ে..।
ভেবোনা তুমি, আমি চলেছি তোমার সন্ধানে...
চলেছি আমি, আমার হারানো মনটা ফিরিয়ে আনতে...











0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন