ফটোগ্রাফি
মৌসুমি বিশ্বাস
মৌসুমি বিশ্বাস
নৈনিতাল ভ্রমন
নৈনিতাল কে পাহাড়ের উপর থেকে দেখতে অপূর্ব লাগে।আর নৈনিঝীল কে তো অপরূপ সুন্দর লাগে...আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নৈনঝীল এর জলে ভাসতে ভাসতে এক নৈস্বর্গিক অনুভূতি আসে।
নৈনিতাল এ মাল রোড এ খুব সুন্দর বাজার আছে শপিং করার জন্য । নৈনিতাল এর একটা বিশেষতও হছে মোম দিয়ে বানানো বিভিন্ন ধরনের মোম বাতি এবং মোম এর শো পিস পাওয়া যায় । মাল রোড এর ধারে ছোট ছোট বাচ্ছাদের জন্য বিভিন্ন ধরনের বৈদ্যুতিক খেলনা আছে ।রোপে তে করে পাহাড়ের উপর যাওয়া যায় ।পাহাড়ের উপর থেকে নৈনিতাল কে দেখতে অপরূপ সুন্দর লাগে । নৈনিতাল এর সৌন্দর্য অনেকটাই সুইজারল্যান্ড এর সৌন্দর্য এর সাথে তুলনীয় ।
হাওড়া - কাঠগোদাম এক্স প্রেস ট্রেন এ সরাসরি কাঠগোদাম এ নামতে হবে। ওখান থেকে প্রাইভেট গাড়ি অথবা বাস এ করে ২ ঘণ্টার রাস্তা নৈনিতাল । পৌঁছে জলখাবার খেয়ে নৈনিতাল -এর সাইট সিন এর জন্য বেরিয়ে পরতে হবে । শুরুতে নৈনিঝীল - এ বোটিং করা এবং নৈনি দেবী মন্দির ভ্রুমন । বিখ্যাত পিকনিক স্পট ভ্রুমন ।
Excellent photography @ Moushumi Biswas Madam
উত্তরমুছুনখুব সুন্দর ছবি.. ভালো লাগলো..
উত্তরমুছুন