জন্ম
তার চেয়ে বরং শোবার ঘরে সাজিয়ে রেখো
এক পেয়ালা বাতাস নিষ্প্রভ শান্তি
শুভেচ্ছা বিনিময়ের আশার আলো
পর্দানসীন যাপিত জীবনের যত সমস্যা...
রাত জাগা অপেক্ষায় বিলিয়ে দিও
বেহিসাবী যত নিয়ন্ত্রন আবেশ চুড়ান্ত অনুভব;
তারপরই না হয় ঘরের বাইরে রেখো -
তোমার ভবিষ্যৎ আর আমাকে।
সুমিত রঞ্জন দাস
আঁকিবুকি নয়
লিখতে থাকো, পাতার পর পাতা
লেখার দুই পাশ দিয়েই সরে সরে যাবে
ক্লান্তি-শান্তি-সম্ভাবনা উদ্যোগী এক বিশাল ঝড়
ভাঙ্গতে ভাঙ্গতে এগিয়ে যাবে প্রথাগত যত ব্যাখ্যা
আঁকিবুকি নয়
লিখতে থাকো, পাতার পর পাতা
লেখার দুই পাশ দিয়েই সরে সরে যাবে
ক্লান্তি-শান্তি-সম্ভাবনা উদ্যোগী এক বিশাল ঝড়
ভাঙ্গতে ভাঙ্গতে এগিয়ে যাবে প্রথাগত যত ব্যাখ্যা
তার চেয়ে বরং শোবার ঘরে সাজিয়ে রেখো
এক পেয়ালা বাতাস নিষ্প্রভ শান্তি
শুভেচ্ছা বিনিময়ের আশার আলো
পর্দানসীন যাপিত জীবনের যত সমস্যা...
রাত জাগা অপেক্ষায় বিলিয়ে দিও
বেহিসাবী যত নিয়ন্ত্রন আবেশ চুড়ান্ত অনুভব;
তারপরই না হয় ঘরের বাইরে রেখো -
তোমার ভবিষ্যৎ আর আমাকে।
সুমিত রঞ্জন দাসের 'জন্ম' কবিতাটি পড়ে এক স্নিগ্ধ অনুভূতি হল। বাস্তব থেকে কল্পনার জগতে আশ্রয় খোঁজার আকুলতা বিধৃত করে তিনি আমাদের সকলের অনুভূতির কথাই খুব সুন্দর করে বলেছেন ! বড়ো ভালো লাগল ।
উত্তরমুছুন১৭/১০/২০১৩