কবিতা - রাণী সিনহা

মেয়ে
রাণী সিনহা



উবু হয়ে বসে অনবরত
ফুঁ দিয়ে চলেছে মেয়ে ,
উনুনের জ্বলণ্ড আগুনের ফোঁকড়ে।
পিঠে কালসিটে দাগ…..
ভ্রক্ষেপ নেই যেন কোনও,
সারা দিন পেটে পড়েনি কিছু….
সারা শরীর ক্ষুধায় বিদ্রোহ জানায়।
কোনও দিকে হুঁশ নেই মেয়ের
মদ্য মাতাল বাবা আসবে তখন…..
চিৎকার করে বলবে ভাত হলোনা এখন।
কিছু না বলে দিয়ে গেল
সামনে ভাতের থালা…..
অন্ধকারে কেউ দেখলো না
হাহাকার করা ক্ষুধা নিয়ে
চোখে উপছে পড়া জলের ধারা।।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন