ছোটদের পাতা - অভিলাষা দাশগুপ্ত আদক

এই শরতে
অভিলাষা দাশগুপ্ত আদক


সামনে খোলা সবুজ বন..
শ্রান্ত বিকেল, অবুঝ মন।
শাখে শাখে দুলছে পাতা,
বইছে হাওয়া হেথা-হোথা
জংলা মাটি শিউলী ফুলে
উঠছে সেজে বায়না ভুলে।
ভরছে দিঘী পদ্মফুলে।
হাওয়ার ছোঁয়ায় উঠছে দুলে।
পাখীর ডাকে রামধনু গান,
অলি ভোমরার স্বাধীন উড়ান।
প্রজাপতির রঙ্গীন ডানায়,
উড়ছে খুশী কানায় কানায়।
আলতো আলোয় নীলাকাশে,
মেঘের ভেলা ছন্দে ভাসে।
বাজছে দুরে বাঁশের বাঁশি,
উথালপাথাল মন উদাসী।
আনমনে তাই স্বপ্ন বুনি,
আগমনীর সুর যে শুনি।
মোহভরা শরত ঋতু,
মন ভুলিয়ে ছড়ায় জাদু।
যতই থাকি ঘরের দূরে,
শরত এলে আসব ফিরে।


1 মতামত:


  1. বাজছে দুরে বাঁশের বাঁশি,
    উথালপাথাল মন উদাসী..

    আমার আবার ছোট হতে ইচ্ছে করছে এই কবিতা পড়ে.. কি সুন্দরএই কবিতা, অভিলাষা দাশগুপ্ত আদকের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

    উত্তরমুছুন