বারুদনামা
শর্মিষ্ঠা ঘোষ
সরিয়ে নাও বিহ্বল ... সলিড মাটিতে দাঁড়িয়ে দেখবো তুখোড়
পুরনো ভিত্তিগুলির মায়া ছেড়েছি হে বৃত্তান্ত
বারুদনামা কারও কারও মৌরসিপাট্টা
পুরনো পাড়ায় পা পড়লে অদৃশ্য ঝনঝন
অজ্ঞাতে অসাক্ষাতে আর কুমিরডাঙ্গা নয় যদিও
খুব নিকট খুব ভালোলাগাও খুব সন্তর্পণে পর্দা টানি
পিপিং টম আমার কেউ নয় পিনোসিওর নাকও চাইনা
নির্মম জ্যামিতিবক্সে লক করে দিয়েছি মাপজোক
হালফিল শান্ত মানে শান্তি নয় সিকি আধুলি বুঝি
সমদর্শী হই সহমত নয় স্বভাবত সর্বদা
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন