মুহূর্ত-রা
পিয়ালী মজুমদার
পিয়ালী মজুমদার
মুহূর্ত ১
ভাবনায় বুনে রাখি অব্যক্ত
একান্ত চাঁদের কাছে জেনে নেব
নৈঃশব্দ্যের যাপন-প্রনালী
এইবার কিছু মুহূর্ত তৈরী হোক ।
মুহূর্ত ২
ওরা বসে আছে… পাশাপাশি
পাশাপাশি বসে আছে ওরা
কেউ কিছু শুনতে পাচ্ছ ?
শব্দ, ভাষা, স্বপ্ন..……
ওরা কোনোটারই কৌশল জানে না
বাঁচতে জানে,
মুহূর্তের ভিতর
মুহূর্ত হয়ে ।
মুহূর্ত ৩
জরাজীর্ণ খোলস দু-হাতে টেনে ছিঁড়ে ফেলে
এগিয়ে যাই..…।
অসংলগ্ন স্মৃতি, অনুতাপ, প্রিয়মুখ
আর অবিকল কিছু মুহূর্ত পিছনে ফেলে
এগিয়ে যাই..……
এগিয়েই যাই..…
চৌকাঠ ডিঙোতে পারি না!
দারুন লেখা, খুব ভালো লাগলো। এইভাবেই মূহুর্তগুলো ধরা পড়ে
উত্তরমুছুন