কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল



ভাবনার করিডোর
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

ভাবনার  করিডোরে   পায়েচারি কেনো  ?
সবেতেই কেন সঙ্গী  অনুক্ষন ,
অনৈকট্য ,অবহেলা , অনাদর
চাদর  মুড়ি দিয়ে গুটি  গুটি  পায়ে ,
চিন্তার ককটেল পান করে
এধার ওধার সারাক্ষন।
অবাধ  বিচরণ।


1 মতামত:

  1. সুররিয়ালিস্টিক লেখা -- কিন্তু খুব ই সংক্ষিপ্ত--
    আরো কিছু শব্দ প্রাণ চাইছিলো

    উত্তরমুছুন