শান্তিরথ
নন্দিনী সেনগুপ্ত
অনেক জল ঠেলে
চলেছে আজ বুঝি
শান্তি রথ,
শান্তি রথ।
কি এক নির্মোহ,
অলীক মায়া খুঁজি-
স্বপ্ন করে কি
মনবসত?
অনেক জল, হায়
ভেসে যে যায় ওই-
শিশু এ কোন
ধরিত্রীর?
এই কি সেই
মহাপ্লাবন- থই থই-
হয়েছে পৃথিবী
গতিস্থির।
অনেক জল, ডুবে যাচ্ছে
দেখ আজ-
শান্তিরথের চার
চাকা।
শীর্ষে পড়ে যদি
মারণবাণ বাজ-
নিঃস্ব শান্তির
পতাকায়।
শান্তিরথ, তুমি
নাহয় আজ হলে
মহান আশ্রয়
নৌবহর!
এগিয়ে বাণভাসি
জলের স্রোত ঠেলে-
প্রাণচিহ্নের
মূল আকর।
ডুবেই যদি যায়
গভীরে সব কিছু,
একলা তুমি থেকো
ভেসে।
নিঃস্ব পতাকাটি
যেন না হয় নিচু-
যত্নে রেখো
ভালবেসে।
শান্তিরথ চলে
অনেক জল কেটে -
গর্ভগৃহে আছে
অমৃত।
মহাপ্লাবন শেষে,
সেখানে কুঁড়ি ফোটে,
প্রাণের বীজ আছে
আবৃত।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন