বৈজয়ন্ত রাহা
বারীণ দেখেনি, আমিই দেখেছি তোমায়, চাক্ষুষ, ভেঙ্গেছি আমি তারপর থেকে কবিতা কোমায়...
তোমাদের জড়ানো আঙ্গুলে মেলা জুড়ে পড়ে আছে আঙ্গুলের ছায়া, তোমাদের জড়ানো শরীরে পথে পথে শরীরের মায়া,
তাকাতে বারণ করো নি, বাধ্য করেছ..
তোমাদের উষ্ণতাপ, আমাদের ভিজিয়েছে, জ্বলে গেছে পূর্ণিমার মাঘ, কিভাবে মেরেছ দেখ, স্বপ্ন দেখা একটা লোক, মরে গেছে তার সব রাগ,
নদীর উচ্ছ্বাসে শুধু পোড়া ঘর পোড়া ছাতে প্লাবনের মৃত্যুসংকেত, তোমাকেই আলো ভেবে জলতুলি এঁকে গেছে হলুদ মিথ্যের ক্ষেত,
বারীণ আঁকেনি, সব আমিই, ঘুমের ভিতর ,ভাঙ্গনের পূর্বইতিহাস, উদার মনের কাঁধে মাথা রেখে পেরিয়েছ পূর্ণ মাঘ মাস...?
তোমার স্বাধীন হয়েছে দিন? কার হাত ধরে চলে গেলে, চিনলেও বলেনি বারীণ।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন