কবিতা - সায়ন দে



আরো একটু গাই...

সায়ন দে

আরো একটু গাই......
গলা ছেড়ে.... তেড়ে ফুঁড়ে
নিজেকে হাতড়াই ।
চিত্কার আজ ভেতরে যাক
ফালা ফালা হোক অহংকার,
গভীরের বাণী ধ্বণিত হোক
পদচারণে বার বার ।
এগোনোর আজ আছে অনেক
পথ ঠিকঠাক চিনতে হয়...
পায়ে পায়ে পেরতে হবে যে পথ
উঠে দাঁড়ানোই শেষ নয় ।
সেই বল খুঁজে নিতে
নিজেকে সঁপে দিতে.....
ভিতরের আমিটাকে.... 
বিচারের জমিটাকে..........
আজ আরো একবার আমি
নাড়িয়ে দিতে চাই,
তাই গাই গলা ছেড়ে গান গাই......


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন