কবিতা - শ্রীমন্ত সিকদার



ভাল আছি
শ্রীমন্ত সিকদার

এক সময়ে যে কথা বলতে ভাল লাগত
এখন আর বলতে ভাল লাগেনা
আজ, কোথাও আর কোন বিশ্বাস নেই
ট্রেনের পাশে টেলিগ্রাফের তার নেই
বনজ্যোৎস্নায় ভেসে যাওয়া গ্রাম নেই
পিঁপড়ের গুপ্ত বিদ্যা সবাই জানে
গ্রাসে ও গণ্ডুষে বলে্‌, ভাল আছি’’|

অথচ যে আকাশ আমি আজ দেখছি,
সেটা আজকের আকাশ নয়,
হাজার বছরের পুরনো-
এই সত্যটাই কারুর মনে নেই!

এখন যেতে যেতেই শেষ হয়ে যায় ফাংশান
পড়ে থাকে শুধু এ্যন্টেনা
জলতরঙ্গে সবাই বলে,ভাল আছি’’||


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন