পত্রপত্রিকাদের পুজোসংখ্যা এই ভরা বর্ষায় প্রকাশ হয়ে
যাওয়াটা হল অতি অগ্রগতির ফসল। এতটা না দৌড়ে স্বাভাবিক ছন্দে হাঁটলেই বা খারাপ কি?
“চিলেকোঠা ওয়েবজিন” যেমন প্রতি ইংরাজি মাসের পাঁচ তারিখের মধ্যেই প্রকাশ করার
প্রয়াস নিয়েছি আমরা, নতুন উদ্যোগে। হ্যাঁ, নতুন উদ্যোগ এই ওয়েবজিনের সঙ্গে জড়াজড়ি
করে থাকে যেন সব সময়। ‘নতুন করে পাবো বলে’ চাতকের এই তৃষ্ণা ফুরোবার নয়। ফুরোতে দিতে সে নিজে চাইলে তো!
পুজোর কাউন্টডাউন করুক বাণিজ্যমুখী সর্বগ্রাসী চেতনা। আপনি নিজেকে কৈশোরে বেঁধে ফেলুন, হয়ে উঠুন
নিষ্পাপ। পুজোর গন্ধ নিজে থেকে এসে ধরা দিক আপনার অনুভূতির কাছে।
আর আপনি থাকুন চিলেকোঠা ওয়েবজিনের পরতে পরতে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন