কবিতা - শুভ দে



কবিতা

শুভ দে

আমি কবি নই,
কবিতা লেখার সাধ্যও
আমার নেই।
হঠাৎ ভেসে আসা
কিছু শব্দধ্বনী,
তাহলে কবিতা!

কবিতা?
আমার মায়ের নাম,
যে মানুষটা রক্ত মাখা
এক মাংসপিণ্ডকে
প্রাণ দিয়েছে,
সেই কবিতা।।

ও আমার স্বপ্নের
নামও কবিতা।
ঘুমের আড়ালে
আস্তে আস্তে বেড়ে ওঠা
ভালবাসা, তার স্নেহের
নাম কবিতা।।

শুভ দে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন