ভেঙ্গেচুরে যাবার পর
অনুপম দাশশর্মা
অনুপম দাশশর্মা
ভেঙ্গে দেবার পর সাহিত্যের কতটা জেল্লা বাড়ে?
অথবা নতুন রাস্তায় এলে বন্ধু ভাগ্যের লেফাফায় কী
লাভ চিহ্ন বসে!
অথবা নতুন রাস্তায় এলে বন্ধু ভাগ্যের লেফাফায় কী
লাভ চিহ্ন বসে!
এই যে এতো হাতে হাত রাখা
ধূ ধূ রোদ্দুরে একমুঠো বাতাসায় গলা ভেজানো
এসবই শূন্য সাফল্যেও একজোটের অনেকটা পাওয়া
অথচ খিদে বেড়ে গেলে বন্ধুপ্রীতি কাঁকর বাছে
একা হতে চেয়ে ভিন্ন জমিতে বাস
ভাঙ্গাটা তবে কী সাহিত্যের স্বর্ণ চাষ?
প্রতিটি নির্বোধ কর্তৃত্বে শিষ্টতার নিধন যজ্ঞের আয়োজন
গুচ্ছের কথামালা আসে, আসে না শর্তবিহীন পরমানন্দ
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন