ছোটগল্প - উৎসব দত্ত



মিতানের মা হওয়া -
উৎসব দত্ত


কাল থেকে নার্সিংহোমে ভর্তিআজ ডেলিভারি হওয়ার কথামিতানের মা কাল রাত থেকে ওর সাথে আছেনিখিল, ওর স্বামী সক্কাল সক্কাল চলে এসেছে ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছে
"শুনুন ডাক্তারবাবু ছেলে হলে রবীর, মেয়ে হলে আলিয়া ভট্টর মতো দেখতে হওয়া চাইপড়াশোনার দিকটা আলদা করে বলার নেই, আগেই আপনাকে বলেছি ইঞ্জিনিয়ার Mind It"
ডাক্তারবাবু মাথা নাড়তে নাড়তে বলে উঠলেন, "মেয়ে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট আর ছেলে ক্রিকেটার হবে India খেলতে না পারুক IPL খেলবেই"নিখিল কিছু বলতে যাবার আগেই ডাক্তারবাবু বললেন "আপনার List অনুযায়ী ডেলিভারি হবে আপনি মিলিয়ে নেবেন"

নিখিল বলে উঠল "আমার আর মিতানের অনেক দিনের শখ ছিল গানটা ভালো করে করা কিন্তু হয়ে ওঠেনি," নিখিলকে থামিয়ে ডাক্তারবাবু বললেন, অরিজিৎ সিং,, শ্রেয়া ঘোষাল নাকি হানি সিং, কী চান বলে ফেলুননিখিল খুব বিনীত ভাবে বলল, “রবীন্দ্রসঙ্গীত
নর্মাল ডেলিভারিমিতান আর নিখিলের ফুটফুটে একটা মেয়ে হয়েছেনার্স মিতানের কোলে বাচ্চাকে দিতে মিতানের চোখ আনন্দাশ্রু নিজের প্রথম সন্তানকে আদর করে বুকের কাছে আনতে বাচ্চাটি বলে উঠল, "Breast Feeding Error..This service is not available in this model!"



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন