কবিতা - ঊষসী ভট্টাচার্য



ঝড়
ঊষসী ভট্টাচার্য

যার থাকার কথা ছিল
আঁচলে ঢাকার কথা ছিল,
বুকের উন্মুক্ত ছোট দাগ,
বিস্তারিত নদী ছুটিয়ে দু'পার -

সেও ভেসেছে!

এসেছে যে মেঘ,
বৃষ্টি সেখানে আকস্মিক!

ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না...


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন