ঝোড়ো হাওয়া
তন্ময় গুপ্ত
দিনের শেষে ক্লান্ত সাঁঝে
তোকেই নিতাম বুকের মাঝে
জুড়িয়ে যেত সকল ব্যাথা
দুইটি প্রাণের অনেক কথা
ভাঙা বুলি এলোমেলো ।
কাটল যবে ছেলেবেলা
তুই যেন এক ঝোড়োহাওয়া
আসিস না আর প্রাণ জুড়াতে
ব্যস্ত এখন উড়িয়ে দিতে
সে দিনগুলো কোথায় গেল?
নৌকাডুবি হওয়ার কালে
তু-ই তো ছিলি সেই নাগালে
বাঁচার আশা আমার চোখে
আমার সকল, আমার তোকে
জড়িয়েছিলাম সব হারিয়ে।
সূর্য ডোবার শেষের দিনে
পারবি না আর নিতে চিনে
সবক’টা মুখ সব অচেনা
আমার বাছা আমার সোনা
নিবি বুঝি মুখ ফিরায়ে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন