কবিতা - সৌরদিপ গুপ্তা



মোহ 
সৌরদিপ গুপ্তা

তবু তোমায় ছাড়ব না
শরীর কাঁপে অন্ধকারে
তবু তোমায় ছাড়ব না
হাজার অপমানের পরেও
তবু তোমায় ছাড়ব না
নখের আঁচড় রোদের আসব
তবু তোমায় ছাড়ব না
চোখের দৃষ্টি হারালো সব
তবু তোমায় ছাড়ব না
রক্ত, মাটি, সপরিবার
তবু তোমায় ছাড়ব না
কোণের ঘরে নীরবতার
তবু তোমায় ছাড়ব না
নির্বাসনের আকুল প্রহর
তবু তোমায় ছাড়ব না
বাঁধতে গিয়েও হারাচ্ছি ঘর
তবু তোমায় ছাড়ব না
প্রতি রাতের একলা জাগায়
তবু তোমায় ছাড়ব না
মৃত্যু আসেন আর ফিরে যায়
তবু তোমায় ছাড়ব না
অনেকখানি জীবন্ত দিন
তবু তোমায় ছাড়ব না
তৃষ্ণা তবু অন্তবিহীন
তবু তোমায় ছাড়ব না
তবু তোমায় ছাড়ব না
তবু তোমায় ছাড়ব না


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন