দূর্গা খুঁজে...।।
শ্যামল রায়চৌধুরী
সোনালি শরৎ কাশের বনে সাদা মেঘের ভেলায় ,
দূর্গা সদা, দূর্গা সর্বত্র হেঁটে চলে বেড়ায় ।
কে বলে নারী অবলা এক যুগ পার করেও ,
আজও অনশনরত প্রতিবাদী শর্মিলা ।
কখনও দূর্গা কন্যা রূপে কখনও আবার মা ,
আয়রে তোরা ঢাকের বোলে দূর্গা দেখে যা ।
দূর্গা মানেই আগমনী দূর্গা শিউলি সনে ,
দূর্গা বলে যাত্রা শুরু দূর্গা সবার মনে ।
দূর্গারা সব পথে ঘাটে কর্মযজ্ঞে ছোটে ,
কেউ বা চড়ে মোটরগাড়ি কেউ বা শুধুই হাঁটে ।
দূর্গা মা যে ঘুমিয়ে আছে প্রতি মেয়ের মনে ,
জাগলে পরে রণং দেহি দুষ্কৃতী দমনে ।
অসুররা হায় বুঝিস না তো পাপের অবশেষ ,
নাইরে রক্ষা প্রাণ ভিক্ষা দূর্গা এলোকেশ ।
পুঞ্জীভূত ক্ষোভের আগুন পুণ্যের আহ্বান ,
সৃষ্টি তখন অসুরদলনী নাইরে পরিত্রাণ ।
উৎসবেতে উঠলো মেতে উৎসে যাওরে ফিরে ,
মাতৃরূপী দূর্গা পাবে সবার ঘরে ঘরে ।
দূর্গা নয়তো পাঁচ দিনেতে দূর্গা প্রতি পলে ,
অসুর ভাবে চালিয়ে যাব ছলে-বলে-কৌশলে ।
যতই হওরে শক্তিশালী সবই কিন্তু কম ,
দূর্গা তখন বিশ্বজয়ী গাঁয়ের মেরি কম ।
পাঁচ দিনের এই মহাক্ষণে শুদ্ধ কর চিত্ত ,
দূর্গা বলে ঝাঁপিয়ে পড় হও রে অপাপবিদ্ধ ।
জ্ঞানের প্রদীপ দাও জ্বালিয়ে উদয়ে সুবুদ্ধি ,
দূর্গা সদা বিরাজিত দূর্গা নামেই মুক্তি ।
দৃষ্টি থেকেও দৃষ্টিহীন পাসনে যে তাই খুঁজে ,
মনের মাঝে মন দিয়ে দেখ সদাই সেথা আছে ।
বিসর্জনে হোক আবাহন হৃদকমলে পূজে ,
দূর্গা আমার, দূর্গা তোমার সকল নারীর মাঝে ।।
শ্যামল রায়চৌধুরী
সোনালি শরৎ কাশের বনে সাদা মেঘের ভেলায় ,
দূর্গা সদা, দূর্গা সর্বত্র হেঁটে চলে বেড়ায় ।
কে বলে নারী অবলা এক যুগ পার করেও ,
আজও অনশনরত প্রতিবাদী শর্মিলা ।
কখনও দূর্গা কন্যা রূপে কখনও আবার মা ,
আয়রে তোরা ঢাকের বোলে দূর্গা দেখে যা ।
দূর্গা মানেই আগমনী দূর্গা শিউলি সনে ,
দূর্গা বলে যাত্রা শুরু দূর্গা সবার মনে ।
দূর্গারা সব পথে ঘাটে কর্মযজ্ঞে ছোটে ,
কেউ বা চড়ে মোটরগাড়ি কেউ বা শুধুই হাঁটে ।
দূর্গা মা যে ঘুমিয়ে আছে প্রতি মেয়ের মনে ,
জাগলে পরে রণং দেহি দুষ্কৃতী দমনে ।
অসুররা হায় বুঝিস না তো পাপের অবশেষ ,
নাইরে রক্ষা প্রাণ ভিক্ষা দূর্গা এলোকেশ ।
পুঞ্জীভূত ক্ষোভের আগুন পুণ্যের আহ্বান ,
সৃষ্টি তখন অসুরদলনী নাইরে পরিত্রাণ ।
উৎসবেতে উঠলো মেতে উৎসে যাওরে ফিরে ,
মাতৃরূপী দূর্গা পাবে সবার ঘরে ঘরে ।
দূর্গা নয়তো পাঁচ দিনেতে দূর্গা প্রতি পলে ,
অসুর ভাবে চালিয়ে যাব ছলে-বলে-কৌশলে ।
যতই হওরে শক্তিশালী সবই কিন্তু কম ,
দূর্গা তখন বিশ্বজয়ী গাঁয়ের মেরি কম ।
পাঁচ দিনের এই মহাক্ষণে শুদ্ধ কর চিত্ত ,
দূর্গা বলে ঝাঁপিয়ে পড় হও রে অপাপবিদ্ধ ।
জ্ঞানের প্রদীপ দাও জ্বালিয়ে উদয়ে সুবুদ্ধি ,
দূর্গা সদা বিরাজিত দূর্গা নামেই মুক্তি ।
দৃষ্টি থেকেও দৃষ্টিহীন পাসনে যে তাই খুঁজে ,
মনের মাঝে মন দিয়ে দেখ সদাই সেথা আছে ।
বিসর্জনে হোক আবাহন হৃদকমলে পূজে ,
দূর্গা আমার, দূর্গা তোমার সকল নারীর মাঝে ।।
এতক্ষন পরে খুজে পেলাম
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুন