অব্যক্ত
পিয়ালী মজুমদার
পিয়ালী মজুমদার
(১)
একটা ছোট্ট নৌকায় ভেসে চলেছি দু’জন
একটা ছোট্ট নদী
ওপারে দেখছ তুমি
এপারে ফেরানো আমার মুখ
মাঝখানে কত অবাধ্য নৈঃশব্দের দৃষ্টি বিনিময় ঘটে চলেছে।
(২) একটা ছোট্ট নদী
ওপারে দেখছ তুমি
এপারে ফেরানো আমার মুখ
মাঝখানে কত অবাধ্য নৈঃশব্দের দৃষ্টি বিনিময় ঘটে চলেছে।
তোমার কবিতার সাথে শুরু হল প্রেম
তারপর তুমি এলে !
অযান্ত্রিক সত্তাটুকু নিয়ে
ঘাস ফুলের শরীরী হাতছানি আর
ভাষার ব্যাবধান পেরিয়ে
তুমি এলে এইবার
(৩)
একটা বিদেশি হাওয়া আর অচেনা গন্ধ
তোমার কবিতার সাথে প্রেম শেষ হল
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন