ঝড়ের ঠিকানা
জয় ভট্টাচার্য
এবারের ঝড়ে ক্ষয়ক্ষতির হিসেব।
ধ্বংসের তালিকায়- হৃৎপিন্ডের যথেচ্ছ অস্থিরতা, একটি মধ্যবয়েসী চাঁদের
টলোমলো বিসর্জন, এবং একটি পিংপং বল হঠাৎ শূন্যে উঠে ঝুলে রইলো...
ঝড়ের পর এলো বিরামহীন বৃষ্টি। উপচে পড়লো নদী, নালা, খাল... ফুঁসে উঠলো
বন্যা ! ছড়িয়ে পড়লো মহামারী ! কোনো রকমে প্রাণ হাতে বাঁচি...
ত্রাণ এলো- নিবিড় আলিঙ্গনে, মহৌষধি চুম্বনে, ভেন্টিলেশান রমণ'এ...!
ঠিক তখনই হুড়মুড়িয়ে নেমে এলো ধস, পাহাড় জুড়ে... তলিয়ে গেল রাস্তা, খেলনা
গাড়ির রেল, রং-বাহারি ফুলের টব, আর সেই বিদ্যুৎবাহী বিশাল টাওয়ার। ফেরার
কোনো উপায় নেই, এগিয়ে যাওয়া ছাড়া ! দীপের আলো নিভে গেল অন্ধকারে ; দূর
পাহাড়ে ! কনকনে শীত, উষ্ণ আঁচড়, গড়গড়িয়ে এগিয়ে চলে জীবন সুতোর লাটাই...
আমি ঝড় দেখেছি। ছবি এঁকেছি- উড়ুক্কু সেই লোনা ঢেউয়ে, দম ফাটানো
স্বপ্নগুলোর মরণজয়ী সাঁতার কাটা। কেয়ারি করা চায়ের কাপে ধোঁয়া উড়লেই
খুঁজতে থাকি অতল গভীর ভালোবাসা। পোষমানা ঝড় আর মহামারীর সৌখিনতা
অঙ্গাঙ্গি জড়িয়ে থাকি, ঠিক যেন সেই মহাকাব্যিক মহাসঙ্গম তোমার আমার !!
জয় ভট্টাচার্য
এবারের ঝড়ে ক্ষয়ক্ষতির হিসেব।
ধ্বংসের তালিকায়- হৃৎপিন্ডের যথেচ্ছ অস্থিরতা, একটি মধ্যবয়েসী চাঁদের
টলোমলো বিসর্জন, এবং একটি পিংপং বল হঠাৎ শূন্যে উঠে ঝুলে রইলো...
ঝড়ের পর এলো বিরামহীন বৃষ্টি। উপচে পড়লো নদী, নালা, খাল... ফুঁসে উঠলো
বন্যা ! ছড়িয়ে পড়লো মহামারী ! কোনো রকমে প্রাণ হাতে বাঁচি...
ত্রাণ এলো- নিবিড় আলিঙ্গনে, মহৌষধি চুম্বনে, ভেন্টিলেশান রমণ'এ...!
ঠিক তখনই হুড়মুড়িয়ে নেমে এলো ধস, পাহাড় জুড়ে... তলিয়ে গেল রাস্তা, খেলনা
গাড়ির রেল, রং-বাহারি ফুলের টব, আর সেই বিদ্যুৎবাহী বিশাল টাওয়ার। ফেরার
কোনো উপায় নেই, এগিয়ে যাওয়া ছাড়া ! দীপের আলো নিভে গেল অন্ধকারে ; দূর
পাহাড়ে ! কনকনে শীত, উষ্ণ আঁচড়, গড়গড়িয়ে এগিয়ে চলে জীবন সুতোর লাটাই...
আমি ঝড় দেখেছি। ছবি এঁকেছি- উড়ুক্কু সেই লোনা ঢেউয়ে, দম ফাটানো
স্বপ্নগুলোর মরণজয়ী সাঁতার কাটা। কেয়ারি করা চায়ের কাপে ধোঁয়া উড়লেই
খুঁজতে থাকি অতল গভীর ভালোবাসা। পোষমানা ঝড় আর মহামারীর সৌখিনতা
অঙ্গাঙ্গি জড়িয়ে থাকি, ঠিক যেন সেই মহাকাব্যিক মহাসঙ্গম তোমার আমার !!
জয় ভট্টাচার্যর 'ঝড়ের ঠিকানা' আধুনিক কবিতাটি বড়োই তীব্র আবেগ ছড়ানো লেখা। ভাল লাগল আঙ্গিকের নতুনত্ব,মুক্ত-গদ্যের ফরম্যাটে ! জয় এমনটাই লেখে,এই কবিতাটিতেও তার সেই চেনা সিগনেচার !
উত্তরমুছুনজয়ের লেখা একেবারে মর্মে গিয়ে বেঁধে। প্রলয়ের একটা অদ্ভুৎ সত্য চিত্রায়ণ হল এখানে। আরো লেখ জয়, তোর লেখা ভাবতে সাহায্য করে।
উত্তরমুছুনদু'জনের মন্তব্যই খুব সুন্দর! আহ্লাদিত হলাম ��
উত্তরমুছুন