কবিতা - ঊষসী ভট্টাচার্য

বর্ণচ্ছটা
ঊষসী ভট্টাচার্য



তোমার দেওয়া কালো পেনের ডগায়
আমি এঁকেছি স্বপ্নের নাকছাবি,
এক যাদু স্পর্শে হাতে এসেছে
রোজের গুচ্ছ গুচ্ছ তাজা
লাল গোলাপ।
চিবুকে কান পেতে শুনেছি
দাঁতে দাঁতে ঘষা লাগা
প্রেমময় অগ্ন্যুৎপাত!

তোমার দাঁতের যন্ত্রণায়
ক্রমশ গাঢ় হয়ে উঠছে ,
আমার নেলপালিশের রঙ,
নখের প্রতিটি খাঁজে
তোমার কামড় রেখে যাচ্ছে
এন্টিবায়োটিক এফেক্ট!

কালো পেনের ডগা আমার গোলাপে
কাঁটা জন্ম দিচ্ছে বারবার,
সেও অস্ফুটে বলে যাচ্ছে আমায়–
আমার প্রেমের রঙ কালো’ ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন