ঋতুর ঢালে
সুবীর বোস
সেই যেখানে প্রতিধ্বনির পথিক বীণায়
তোর আসলই বৃষ্টি আনে - তোর ছবি না
এই ঋতুদি, চল সেখানে – দিঘির ঢালে
সামর্থ্যে যা পাইনি খুঁজে – তার নাগালে
কী বললি তুই – আমি দস্যি – ছন্নছাড়া –
উল্টো-পাল্টা বকেই অসুখ করছি আড়াল?
তুই ঋতুদি, দুপুর-ছাদের পাগলামি মুখ
তাই বুঝলি না ভোরের গদ্য - দেখলি অসুখ
শোন ঋতুদি, শরীরী সুখ – সেই তো দস্যু
সেই জটিলে – মনে পড়ছে - এই তো পরশু
তোর প্রেমিকের দূরত্বে তুই উদাস ছিলি –
সে অস্পষ্টে – অমনস্ক... আগুন দিলি
এই শরীরে - আর নিবিড়ে প্রশ্ন যত
ভাঙলি-গড়লি একইসাথে - ইচ্ছেমতো
সত্যি বলছি, সেই থেকে এক টালমাটালে
জটিল যা সব - হাসছে যেন ঋতুর ঢালে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন