জেগে আছো ?
স্বপন দেব
কেউ জেগে আছো ?
বিনিদ্র রজনীতে মনে মনে…
কেউ কি জেগে আছো ?
‘এ পৃথিবীকে এ’ শিশুর বাসযোগ্য করে যেতে’,
কেউ কি মনে মনে জ্বালিয়ে রেখেছো আগুন ?
‘অন্ধকারে, হাতে হাতে নিষিদ্ধ ইস্তাহার গুঁজে দিতে,
জরাজীর্ণ ইমারতের ভিত ধ্বসিয়ে দিতে’ ?
নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে, কেউ কি তৈরী আছো,
মোমবাতি মিছিলে নয়, জীবন্ত বুলেটে নিজের দেহ ঝাঁঝরা করতে ?
যদি থাকো কেউ, আমি আছি তোমাদের সাথে !
না হলে, এ দেশটা ছেড়ে দাও অন্যায়ের হাতে !
এবার কিন্তু সময় এসেছে ভাবার
তুমি কোন দিকে থাকবে !
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন