কবিতা - তন্ময় গুপ্ত

অর্থ-বদল
তন্ময় গুপ্ত



ভাগ্নে :

কপাল পোড়ার গন্ধ কি পাও ?
ফুল টা ফোটার শব্দ ?
বড় বড় চোখ, দাঁতে কাটো নখ
এবার কেমন জব্দ ?
মামু ধিন তাক
মামু ধিন তাক
মামু ধিধিনা ধিধিনা ধিন তাক ।

মামা :

বল দেখি তুই হিংসা জ্বলনে
কোন সে মলম লাগে ?
কতকাল পরে ঘুমন্ত প্রেম
সহসা মনেতে জাগে ?
তেরে কেটে ধিনা
তেরে কেটে ধিনা
বল দেখি তুই ভাগিনা।

ভাগ্নে :

ধারে গাছ কাটে, ভারে কথা কাটে
কেমনে যে কাটে বল দিন
লেবু ছানা কাটে, দাম জেব কাটে
সেন্সর কাটে বাজে সিন।
ধা ধিন কত
ধা ধিন কত
ধাধিনা নাতিনা ধিন ধিন।

মামা :

অংকের মাথা, কাতলার মাথা
শুনেছি খারাপও হয় মাথা
দলের যা মাথা, দৈয়েরও তা মাথা ?
শুনেই তো করে মাথা ব্যথা
তেরে কেটে তাক
তেরে কেটে তাক
ধিধিনা ধিধিনা ধা ।।


2 মতামত: