কবিতা - দেবাশিস কাঞ্জিলাল

টক আম আর সাপ-নেউলের ছড়া
দেবাশিস কাঞ্জিলাল



এমনই টক আম,
সেই টক আম গলায় ঢুকে
সবার গলা জ্যাম !

জ্যাম ছাড়াতে নেউল ভায়া
সাপের কাছে যায়,
গিয়ে দেখে সাপ বাবাজী
ব্যথাতে কাতরায় !

দু'জন তখন যুক্তি করে
মালির কাছে গেল,
ও মালি,তুমি এ কী আম
পুঁতেছিলে বল ?

তোমার হচ্ছে বদনাম
টক আমের জন্য,
তুমি ও গাছ কেটে ফেলো,
লাগাও আম অন্য !

বললে মালি আমিও তো
অনশনেই আছি,
ওই টক আম খেয়ে আমি
নিজেই আর না বাঁচি !

আগে যখন বলেছিলাম
দাও নি তখন পাত্তা,
এখন তোমরা করতে এসছো
আমার সাথে ঠাট্টা !

সাপ-নেউলে বললে কেঁদে
মুলছি যে নাক কান,
তোমার নামে ঢ্যাড়া দিয়ে
এবার করব যে জয়গান !

সভা ডেকে মিটিং করে
গাইলে মালির গুন
গুনের কথা শুনে বাঁদর
সবাই হেসে খুন !

বললে তারা হয়ে গেছে
দেরী খুব এখন,
সাপ-নেউলের মরন কিন্তু
হবেই যখন তখন !

মালিকেও পালাতে হবে
এমনি আমের ঝাঁঝ,
তার চেয়ে সে মানে মানে
কেটে পড়ুক আজ !

আম গাছ তো তেমনি আছে
তার টক আম নিয়ে,
দেখার এখন সাপ আর নেউল
এ' আম সামলায় কি দিয়ে !


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন