কবিতা - এনাক্ষী রায়

গন্ডীর ভেতরে আলো
এনাক্ষী রায়



এখন প্রত্যেকটা বিকেলই বিপুল সান্নিধ্য চায়,
এখন প্রত্যেকটা সকাল প্রত্যাশাময়
চেক সার্টের খোপ জুড়ে ঘামের মতো আটকে থাকে বিষাদ...
তুমিই শেখাও কি দারুন বর্ণময় এ বেঁচে থাকা,
তুমিই শেখাও কবর খুঁড়ে জাগাতে নেই মৃত্যু চিন্তা
অথচ প্রতিটা সন্ধ্যায় তুমি আমার শরীরে মৃত্যু ঢুকিয়ে দাও,
অথচ প্রতিটা যাত্রায় ঘাম গন্ধর ঝোপে বুনো ফুল,
অন্ধকার থেকে আলোর দিকে রোজ আমার প্রবেশ পথে পড়ে থাকে বিদ্রূপ,
রোজ প্রেম এসে ওৎ পেতে থাকে
আর
তাকে ফিরিয়ে দিতে দিতে
আমি অন্ধ গাছ হয়ে যাই।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন