কবিতা - দেবাশিষ মিত্র

আজ রাতে
দেবাশিষ মিত্র



আজ রাতে আমি একটু ভালবাসতে চাই,
কিভাবে বাসবো ভালো বলো না।
আমার সব অহংকার আজ ভেঙে ফেলতে চাই,
আসবে কি আজ রাতে বলো না।
হৃদয়ের সব যত ব্যথা আজ উপড়ে ফেলতে চাই,
একটু আদর করবে কিনা বলো না।
আমি যে আজ নিজেকে শেষ করে দিতে চাই,
একটু তুমি কাঁদবে কিনা বলো না।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন