সন্ধ্যার মেঘমালা
মৌ দাশগুপ্তা
সন্ধ্যার মেঘমালা আমার, কি পরেছ কপালে?
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
ভাবছ নজরে পড়বে না আমার?
গোধূলীর রাঙা সূর্য নাকি রক্তের ফোঁটা?
আমি কবি নই কিনা, উপমা খুঁজে পাই না,
চোখে ধাঁধা লাগে, মনে হয়
তোমার চোখের মত শুষ্ক ধুধু বালুচর
কেমন আলো আঁধারী ভরা ;
একফোঁটা আলোর আভাষও যে নেই।
আভাষ নেই ও ডাগর চোখে প্রেমের বাণেরও।
তবু অষ্টপ্রহর দিনের কানে তোমার স্মৃতির উস্কানি ,
এখনই বিদায় নয় সুকন্যা, তবু কেন যাও,
মিলিয়ে যাও কেন, কেন যাও দূরে সরে,
মাটির অশ্রুভরা উপত্যকা ছেড়ে,
নিশার গহন রহস্যভরা বনানীর পথ ধরে,
সময়কে ভালোবেসে
সাদা আর কালো স্মৃতির কোলাজগুলো আঁচলে ঢেকে,
কেন যাও ? মনকে নিঃসঙ্গ করে আলো থেকে আঁধারে ?
দূর থেকে দূরে, সুদূরে সুদূরে,
কেন হাত ধরে আমায় সঙ্গে নাও দিনের শেষযাত্রায় ?
আর তারও পরে, কিংবা অবশেষে,
যখন সূর্যের স্মৃতি মুছে যায় হৃদয় থেকে।
সন্ধ্যার মেঘমালা আমার, কেন নিশার এলোচুলে মুখ ঢাকো ?
এটা কি ? অন্ধকার ? নাকি সন্ধ্যার অবসান ?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন