ধারাবাহিক কবিতা - অলোক চৌধুরী

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প “ফাঁসুড়ে ডাকাত” অবলম্বনে ধারাবাহিক কবিতাঃ


ফাঁসুড়ে ডাকাত
অলোক চৌধুরী



তখন আমার বাইশ বছর বোধ হয়,
আমি তখন মাদুলির ফেরিওয়ালা।
কবিরাজের কাছে চাকরি করে,
ঘুচিয়েছিলাম সংসারেরই জ্বালা।
সাত্ত্বিক বামুন সাজতে হতো আমায়,
গেরিমাটিতে ছোপানো কাপড় পরে।
পায়ে থাকতো ক্যাম্বিসেরই জুতো,
রুদ্রাক্ষের মালা ধারণ করে।

বছর তিনেক সেই চাকরি করি,
ছেড়ে দিলাম ধকল সইল না।
ছাড়ার আগে গিয়েছিলাম এক গ্রামে,
আদায় করতে না দেওয়া পাওনা।
বর্ধমানের মাখনপুরে যেতে,
মেমারী থেকে হাঁটার রাস্তা ধরি।
রাস্তায় কিছু উদরপূর্তি করে,
যেতে হবে সেথায় তাড়াতাড়ি।

শুনে সবাই ভয় দেখিয়ে বলে,
ঠাকুরমশাই যাবেন না গো হোথা।
ফাঁসুড়ে ডাকাত ঘাপটি মেরে থাকে,
শরীর থেকে কেটে নেবে মাথা।
তবু আমায় যেতেই হবে সেথা,
বারণ আমি তাদের নাহি শুনি।
সন্ধ্যেবেলায় এক দিঘির কাছে এসে,

একা আমি মনে প্রমাদ গুনি।

--ক্রমশঃ


1 মতামত: