কবিতা - শ্রীমন্ত সিকদার

দিব্যদৃষ্টি
শ্রীমন্ত সিকদার



এখানে লাবণ্যের শেষ নয় । যেমন গির্জার
মোমবাতি থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু ঘাম ।
আমার আকাঙ্খার গোপন কনফেসন,
নিজের কাছে নিজের মহৎ ছদ্মবেশ
নক্ষত্রের কাছে গিয়ে অনির্বচনীয় সুখ চাইলে
কখনো অন্য একটা নতজানু গাছের জন্ম দেয় ।

মহাকাশে লাবণ্য বলে আলাদা কিছু নেই ।
ডালপালা ছড়িয়ে আত্মতৃপ্তি পাওয়ার জন্য
হাতের মুঠোয় কোন চিত্রশিল্পীর
রহস্যময় নারীটিও নেই ।
নীল ঘুম, চমৎকার দুপুর জানালা,
হ্রদের এপারে বসে টের পাই বুকের সংক্ষিপ্ত কথাগুলি
ওপারে গান হয়ে বাজছে ।
সন্তুর হাতে নিয়ে একা একা গভীর অরণ্যে গিয়ে দেখেছি
আমার সমস্ত রাগ, রাগিণী, আশা পূরণের শুদ্ধ-কল্যাণ লাবণ্য
বন্য জন্তুরা উদাসীন মুখে নিশ্চিন্তে খাচ্ছে ...
তোমরা বলেছিলে,এরই নাম মৃত্যু
আমি তা মানি নি ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন