অনুবাদ কবিতা - ইন্দ্রানী সরকার

বিলম্বিত ভ্রমন
ইন্দ্রানী সরকার


(রবার্ট ফ্রস্টের "A late walk" কবিতার ভাবানুবাদ)


মাঠের মধ্যে সেদিন হাঁটার সময় দেখলাম
শীতের প্রকোপে সুন্দর সতেজ লম্বা লম্বা
ঘাসগুলো ভারী শিশিরের তলায় চাপা পড়ে |
বাগানের অর্ধেকটাই মৃত ঘাসগুলিতে ঢাকা |
বাগানে ঢুকে দেখি যে সব পাখিরা অপেক্ষাকৃত
উষ্ণ আবহাওয়ায় পরম আনন্দে কলকাকলিতে
মুখর হয়ে থাকত, তারা আজ ম্রিয়মাণ,
বাঁচার তাগিদে অসহায় স্বরে ডেকে উঠছে |
পাশে ন্যাড়া গাছটার শেষ পাতাটাও মৃদু
শব্দে ঝরে গেল আমার দুশ্চিন্তায় নয় ত' ?
যাবার পথে এই শুষ্ক নীল এস্টার ফুলটা
কুড়িয়ে নিলাম তোমায় উপহার দেব বলে |



Robert Frost
A Late Walk

When I go up through the mowing field,
The headless aftermath,
Smooth-laid like thatch with the heavy dew,
Half closes the garden path.
And when I come to the garden ground,
The whir of sober birds
Up from the tangle of withered weeds
Is sadder than any words
A tree beside the wall stands bare,
But a leaf that lingered brown,
Disturbed, I doubt not, by my thought,
Comes softly rattling down.
I end not far from my going forth
By picking the faded blue
Of the last remaining aster flower
To carry again to you.


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন