কবিতা - বাবুই

অপরাজিতা
বাবুই



কই তোর জন্য কান্না...
লক্ষ্য মানুষের ভিড়...
কই সেই জ্বলন্ত প্রতিবাদী শিখা-সমূহ...?
দেখ, আজ নুতনের চাদরে ঢাকা পড়েছে
                           কালিমায় লিপ্ত ললাট...
চারিদিকে রব-রব, হৈ-চৈ,
কিন্তু এই সুর তোর বেদনার আর্ত্মনাদ নয়,
এই সুর যে ভিন্ন...
ফিরে আয় আর একবার...
স্ম্লান শিখার ক্ষীণ তেজ প্রখর করতে,
এভাবে যাস না হারিয়ে,
দিস না হারতে,
চাই না তোকে আবার হারাতে...।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন