সৌভিক দে (শুভ)
সকাল থেকে ঝাঁটা হাতে,
ঝাঁট দিয়ে যাই তোমার ঘর,
ছুটে যেতে চাই সবুজ মাঠে,
আমায় মুক্তি দেবে,
বাবু?
ভেজা ন্যাকড়া দিয়ে,
মুছে চলি সারা ঘর,
বিনিময়ে মায়ের ঔষধ,
আমায় মুক্তি দেবে,
বাবু?
জানো আমি ছবি আঁকি,
প্রজাপতির ছবি আঁকতেও
ভালবাসি,
চোখের সামনেই ভেসে ওঠে
এসব,
আমায় মুক্তি দেবে,
বাবু?
এঠো বাসনগুলি মাজার ফাঁকেই,
ইচ্ছে জেগে ওঠে স্কুলের পথে,
মিশে যাওয়া সাদা-নীল রঙে,
আমায় মুক্তি দেবে,
বাবু?
নোংরা কাপড়গুলি কাচতে কাচতে,
সাবান জলের ভেতর হাতগুলি ছুঁতে চায়,
ছোটবেলার সকল ইচ্ছে গুলোকেই,
আমায় মুক্তি দেবে,
বাবু?
পড়তে চাই আমি, জানার ইচ্ছায়,
সকলের মতোই যেতে চাই স্কুলে,
শিক্ষার আলোয় খুঁজে নিতে চাই নিজেকে,
আমায় মুক্তি দেবে,
বাবু?
তোমরা যদি আমায় কাজে না
রাখতে,
কত ছবি এঁকে ফেলতাম
এতদিনে,
কত কিছু জানতে পারতাম বই
পড়ে,
আমায় মুক্তি দেবে, বাবু?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন