কবিতা - দেবাশিস রায়


মূল্যবোধ
দেবাশিস রায়


যখন নিজেকে বিক্রি করতে তৈরি হয় কোন ভিখারি
বুঝি, আকাল আসতে আর নেই দেরি
খদ্দের ধরতে যদি মন না চায় কোন বেশ্যার
বুঝি, খোঁজ পেয়েছে সে কোনও নতুন ভালোবাসার
নিজেকে বিক্রি করা, বা না করা সবই তো বাজার অর্থনীতি 
মাঝখানে কোথাও যেন তবু দাগ টানে মানসিক জ্যামিতি
বদলাচ্ছে সময়, বদলাচ্ছে দুনিয়া, বদলায়নি এখনও মূল্যবোধ
পুরোটা অবাস্তব পৃথিবীর কেবল এইটুকুই এখনও বাস্তব


1 মতামত: