কবিতা - ঊষসী ভট্টাচার্য


ইচ্ছেপাখি
ঊষসী ভট্টাচার্য



ইচ্ছে পাখি,
কাছেই থাকি,
ভেসেই যাবি?
সেই সুদূরে?

আমার নাকি
ডাকাডাকি,
বারণ ছিল
সেই নূপুরে -

পায়ের বাঁকে
পথের গলি,
সামনে চলিস -
এই দিকে আয়
তেপান্তরে
এইখানে দেখ
চোখের  মত
তীব্র নদী
সেও যদি
ভেসেই আসে,
বল পাখি বল
কেমন লাগে?

আচ্ছা পাখি
এই যে এমন
রাস্তা ধরে
ওই দুটো হাত,
সেই চেনা ঠোট,
কিংবা যদি
শার্ট-এর ফাঁকে
অচিন গলি,
বল পাখি বল?
গাইবি না গান,?

ধরবি না সুর?
বিষাদ রাগের?
বল না পাখি,
চোখের জলে
সুখও হাসে,
সুখের কথায়
শুক সারিরা
হেলান দিল,
ভুলেই গেল
কোথায় ছিল,
কাটার পোশাক,
রোদের মালা -
শুনবে না আর
হরি ধ্বনি,
ইচ্ছে পাখি,
সঙ্গে রাখি,
চল না ভাসি
তার সুদূরে.


1 মতামত:

  1. ইদানিং ঊষসীর কবিতা বেশি দেখিনা,ওয়েব পত্রিকাগুলিতে । ঊষসী ভালো লেখে । 'ইচ্ছাপাখি' কবিতাটি তার ব্যত্যয় ঘটায় নি । বেশ মিষ্টি কবিতা পাখির কলতানের মত ।

    উত্তরমুছুন