কবিতা - তমালী রায়



ঘর
তমালী রায়

 
তুমি আমার থেকে বহু যোজন দূরে,
তবুও আমরা এক ঘরে থাকি
দুর্ভিক্ষে চাল ভাগ করে খাই
রসদ সরিয়ে রাখি ঘরে  
একটা আকোরিয়ামে দুটো রঙিন মাছ
ঘুলঘুলিতে দুটো চড়ুই পাখি
মনের ঘরেতে গভীর বটের ছায়া
মাথার ওপর মুক্ত আকাশ আঁকি  
তুমি আর আমি দেখাশোনার বাইরে...
মহুল বনের পথ তবুও আঁকি


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন