কবিতা - তন্ময় গুপ্ত



মৃত সম্পর্ক
তন্ময় গুপ্ত


দুঃস্থ পৃথিবী রোগশয্যায় ভাবে
সম্পর্কের শেষের সে ক’টা দিন
জমার খাতায় হিংসুটে এক শূন্য
হাতে গোনা শুধু অবিশ্বাসের ঋণ
সম্পর্কের চোখ ভরে ছিল স্বপ্নে
আবেগ দিয়েই করবে বিশ্বজয়
ছদ্মবেশের আড়াল পারেনি বুঝতে
অনেক অতল গভীরে অবক্ষয়
আবেগের শ্বা নিঃশেষ হল যবে
সম্পর্কটা পড়ে ছিল মৃত, একা
কেউবা মুচকি হাসি হেসে চলে গেল
ঠোঁটের কোণেতে বলে গেলবড় ন্যাকা


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন