রূপচর্চা
মিলি মুখোপাধ্যায়
সামনে দুর্গাপুজো। তাই এবারের রূপচর্চায় আমি ছোট করে মেক-আপ নিয়ে আলোচনা করব।
পুজোর দিনগুলোতে দিনের বেলায় মেকআপ করুন খুব হালকা। প্রথমে সানস্ক্রিন লাগান মুখে, হাতে, গলায়, এরপর কমপ্যাক্ট লাগান মুখে ও গলায় (অবশ্যই নিজের স্কিন টোন অনুযায়ী)। চোখের নিচে দিন কাজল আর চোখের ওপরে খুব সরু করে আই লাইনার লাগান। ঠোঁটে দিন আপনার পোশাকের সাথে মানানসই লিপস্টিক, কপালে ইচ্ছে হলে টিপ পরুন। যাদের চুল বড় তারা দিনের বেলায় চুল বেঁধে রাখতে চেষ্টা করুন আর শোলডার লেন্থ (বড়) হলে খোলা রাখতে পারেন।
রাতের মেক-আপ আপনি একটু গর্জিয়াস করার চেষ্টা করুন। প্রথমে মুখ ফ্রিজের ঠাণ্ডাজল দিয়ে ভাল করে ধুয়ে নিন। এরপরে মুখে ও গলায় আপনার স্কিনটোন অনুযায়ী ফাউন্ডেশন লাগান, তারপরে লাগান কমপ্যাক্ট। চোখের ওপরে দিন আপনার ড্রেস কালারের আই শ্যাডো। রাতের মেক-আপে আপনি চোখের আই-লাইনার মোটা করে লাগাতে পারেন, আইল্যাশে ব্যবহার করুন মাসকারা। আই-লাইনারের বদলে আপনি আই স্পার্কলারস অথবা কালারিং আই পেনসিল ব্যবহার করতে পারেন। গালে লাগান হালকা ব্লুজার। ঠোঁটে প্রথমে লিপ লাইনার দিয়ে আউট লাইন করে নিন, তারপরে লিপ্স কভার করুন গাঢ় লিপস্টিক দিয়ে। শাড়ি পরলে কপালে টিপ লাগান। রাতের হেয়ার স্টাইলে আপনি চুল ছেড়ে সোজা করে রাখতে পারেন, আবার স্টাইল করে বেঁধেও রাখতে পারেন।
এবার পুজো কাটুক ফ্যাশনে-স্টাইলে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন