মেঘলা
সৌভিক দে (শুভ)
সৌভিক দে (শুভ)
মেঘলা তুই মনের কোণে
কালচে কেন সাজ,
মেঘলা তুই বারিষ হয়ে
ভুলে সকল লাজ।।
মেঘলা তুই বড্ড আপন
রাতের স্বপন জুড়ে,
জমাট বেঁধে আঁধার হলি
হৃদ মাঝারে।।
মেঘলা তুই আমার সাথী
রাতের আকাশ জুড়ে,
একলা আমি বদ্ধ ঘরে
যাস না আমায় ছেড়ে।।
মেঘলা তুই এমন কেন
থাকিস চোখের জলে,
ক্লান্ত চোখ বন্ধ আজি
বিছানার কোলে।।
মেঘলা তুই চিলেকোঠাতে
এক চিলতে আলো,
জীবনমুখী গানটি শুনে
মনটি যখন ভালো।।
মেঘলা তুই আঁধার রাতে
আঁখির কোণে জল,
সব কিছুকে ভুলিয়ে আমি
পেয়েছি মনের বল।।
আজকে আমি ভালই আছি
মেঘলা তোর সনে,
মন খারাপের শেষ রাতের
চিরনিদ্রার মাঝে।।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন